জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

কক্সবাজার সদর উপজেলার ইসলাবাদে জমি নিয়ে বিরোধের জের ধরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ইসলাবাদের চরপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইসলাবাদের চরপাড়া এলাকার আজিজুল বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ইসলামাবাদ ইনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ছিদ্দীক ঢাকা পোস্টকে বলেন, দুই বসতভিটের সীমানা নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের পরিবারের সঙ্গে আজিজুল বাবুর্চির পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। রাত পৌনে আটটার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে রাশেদা বেগম ও তার মেয়েকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঘটনাস্থলে রাশেদা নিহত হয়। কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর মেয়ে জান্নাত মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিপুল চন্দ্র দে ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এমএসআর