চাঁদপুরে ইলিশ উৎসব শুরু ৭ অক্টোবর

চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চাঁদপুরে ১৩তম সিনেবাজ ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপী এই উৎসব চলবে। ইলিশ উৎসবের উদ্বোধন করবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আগামী ৭ অক্টোবর বিকেল ৪টায় বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইলিশ নিয়ে ছড়া পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হবে।
চাঁদপুরে ইলিশ উৎসবের রূপকার ও চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ বলেন, ইলিশ উৎসব প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। উৎসবে গানের প্রতিযোগিতা, বিতর্ক, সংসদীয় প্রীতি বিতর্ক, গোলটেবিল বৈঠক, জেলেদের নিয়ে আলোচনা, দলগত নৃত্য প্রতিযোগিতা, ইলিশ রেসিপি প্রদর্শন এবং ইলিশ নিয়ে মুক্ত ভাবনাসহ সাংস্কৃতিক সংগঠনগুলোর আয়োজনে নৃত্য ও গান পরিবেশন করা হবে।
শরীফুল ইসলাম/আরএআর