মুক্ত আকাশে শেরপুরে শিকারের পাখি

শেরপুরে পাখি শিকারের অপরাধে ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মিজানুর রহমান ও নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ওই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, শেরপুর সদর ও নালিতাবাড়ী উপজেলায় পাখি শিকারের অপরাধে ৪ জনকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। সদর উপজেলার পাকুরিয়া এবং নালিতাবাড়ীর ছালুয়াতলা গ্রামে শিকারিরা কয়েকদিন ধরে পাখি ও বক শিকার করে আসছিল।
এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২টি বকসহ ৪ জনকে আটক করা হয়। এ সময় পাখি শিকারের অপরাধে রুমান মিয়া, আনার আলী, জুয়েল মিয়া এবং ইদ্রিস আলীকে ২ হাজার করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বন বিভাগের কর্মকর্তা ড. প্রান্তোষ চন্দ্র রায় ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার করা পাখিগুলো অবমুক্ত ও পাখি ধরার সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। আগামীতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
জাহিদুল খান সৌরভ/এমএসআর