আ.লীগের সম্মেলন তাই স্কুল বন্ধ

পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের কারণে এক দিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক সম্মেলনের কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনায় এ ঘোষণা দেন। আগামী বুধবার (২৯ সেপ্টেম্বর) ওই বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ সাত বছর পর ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস এতে সভাপতিত্ব করবেন। সম্মেলনকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে দ্বন্দ্ব-সংঘাত ও মহড়া চলছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উৎকণ্ঠা বিরাজ করছে। সম্মেলনের উত্তেজনাকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ইতোমধ্যে জনশূন্য হয়ে গেছে। ভয়ে কেউ কার্যালয়ে আসছেন না।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে থেকে খেলার মাঠে পর্যন্ত বিশাল প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এ যেন মহা কর্মযজ্ঞ। মাঠের নিচু জায়গা বালু দিয়ে ভরাট করা হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ। নিজেদের প্রার্থিতা ঘোষণা করতে দুটি পক্ষ বিভক্ত হয়ে পড়েছে। ব্যানার ফেস্টুনে পুরো শহর ছেয়ে গেছে। বাড়িতে বাড়িতে উঠোন বৈঠকের খবরও পাওয়া যাচ্ছে।
পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইউসুফ আলী বলেন, মাঠ ভরাট করার জন্য ইতোমধ্যে ৪৫ ট্রাক বালু ফেলা হয়েছে। আমাদের প্রস্তুতি প্রায় শেষ। কে হবেন উপজেলা আওয়ামী লীগের কাণ্ডারি- তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে চেয়ে আছি।
বিদ্যালয়টির নবম শ্রেণির এক শিক্ষার্থী বলে, করোনায় দেড় বছর স্কুল বন্ধ ছিল। এখন আবার সম্মেলনের জন্য ক্লাস বন্ধ থাকবে। ইচ্ছে করলে নেতারা অন্য কোথাও সম্মেলনের স্থান নির্ধারণ করতে পারতেন।
আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, সম্মেলনের দিন হৈ-হল্লোড়, চিৎকার ও গ্যাঞ্জাম হতে পারে। অনেকে মহড়া দেবে। এ জন্য আমি মৌখিকভাবে বুধবার ক্লাস বন্ধ ঘোষণা করেছি।
ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার বলেন, সম্মেলনের জন্য ক্লাস বন্ধ রাখার কোনো বিধান নেই। তবে প্রতিষ্ঠান প্রধান তার বাৎসরিক সংরক্ষিত ছুটির তালিকা থেকে ঐচ্ছিক ছুটি দিতে পারেন। বিষয়টি নির্ভর করে তার ইচ্ছার ওপর।
পাবনা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুজ্জামান বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, মাত্র এক দিনের জন্য স্কুল বন্ধ রাখায় তেমন কোনো সমস্যা হবে না আশা করি। দীর্ঘ সাত বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে, এটা আওয়ামী লীগের জন্য বড় খুশির সংবাদ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, এখন সব দিনই ক্লাস হয় না। যেদিন ক্লাস বন্ধ থাকবে সেদিন সম্মেলন হতে পারে।
রাকিব হাসনাত/আরএআর