শিক্ষকরা মানুষ গড়ার কারিগর

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর বলে উল্লেখ করেছেন দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) খালেদ মো. জাকী। মঙ্গলবার (০৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমিতে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর শাখার আয়োজনে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষকতা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেশা। মা-বাবার পরে শিক্ষার্থীদের মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখেন শিক্ষকেরা। শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর।
শিক্ষাদানের মহান ব্রত নিয়ে কাজ করেন একেকজন আদর্শ শিক্ষক। সবাই আদর্শ শিক্ষক হতে পারেন না। এটি অনেক কষ্টসাধ্য ব্যাপার। নিজ জ্ঞান ও অভিজ্ঞতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করে তাদের যোগ্য করে গড়ে তোলেন একজন আদর্শ শিক্ষক।
শ্রেণিকক্ষের বাইরেও ছাত্রদের সঙ্গে একজন শিক্ষকের যোগাযোগ থাকা উচিত। কোনো ছাত্র হয়তো লেখালেখিতে ভালো, তাকে উদ্বুদ্ধ করতে হবে। কেউ ভালো গান গায়, কেউ খেলাধুলায় ভালো, কেউ বিতর্ক করতে পছন্দ করে। এসব বিষয়ে শিক্ষকদের গাইড করতে হবে। তাই শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরেও শিক্ষকদের একটা বড় ভূমিকা থেকে যায়।
অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি আহসানুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) শামিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আছলাম উদ্দীন, দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
আরআই/এসপি