পানাম নগর পরিদর্শন করলেন কোরিয়ান রাষ্ট্রদূত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবস্থিত প্রাচীন বাংলার রাজধানী পানাম নগর এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত লি জন কুন।
সোমবার (১১ অক্টোবর) সকালে তিনি ৪০ সদস্য বিশিষ্ট একটি দল নিয়ে সেখানে পৌঁছান। তার সঙ্গে পানাম নগরে যান ডিপ্লোমেটিক কারেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ‘ডিক্যাবে’র সদস্যরা।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম জানান, কোরিয়ান রাষ্ট্রদূত সোমবার সকাল থেকে পানাম নগরের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখেন। পরে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের বড় সর্দারবাড়ি পরিদর্শন করেন।
এ সময় তিনি এবং তার প্রতিনিধি দলের সদস্যরা নতুন করে সংস্কার হওয়া বড় সর্দারবাড়ির কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন।
শেখ-ফরিদ/আরআই