বান্দরবানে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৭ দিনের আল্টিমেটাম

বান্দরবানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ জারি করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। পাশাপাশি অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে।
গত ১১ অক্টোবর সওজ কর্তৃক ইস্যুকৃত নোটিশের বর্ণনা থেকে জানা যায়, বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন বান্দরবান বাঙ্গালহালিয়া আঞ্চলিক মহাসড়কের ১ কি.মি. অংশে সওজ অধিগ্রহণকৃত ভূমিতে সড়ক সোল্ডারের ওপর অবৈধভাবে নির্মিত দোকান, বসতঘর এবং অন্যান্যা স্থাপনা নির্মাণ করেছে। যা সম্পূর্ণ বে-আইনি ও সরকারি সম্পত্তি দখলের সামিল।
এ ব্যাপারে নতুন তিনটি দোকান তৈরি করা সাইফুল ইসলাম বলেন, আমরা সড়কের জায়গায় কোনো দোকান নির্মাণ করিনি। আমাদের জায়গায় দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছি।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোসলেহ্উদ্দীন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে। সম্পত্তি দখলমুক্ত করার জন্য যা-যা প্রয়োজন আমরা সবই করব।
তিনি আরও জানান, পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে সওজ অধিগ্রহণকৃত ভূমি হতে অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। অন্যথায় বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিজভী রাহাত/আরআই