পাটুরিয়ায় নেই বাসের চাপ, রাতে পার হচ্ছে পণ্যবাহী ট্রাক

সাপ্তাহিক ও সরকারি ছুটিতে শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে ভারী যানবাহন পারাপার বন্ধ রয়েছে। পাটুরিয়ায় ৪নং ফেরিঘাটে ড্রেজিং চলমান থাকায় সকাল থেকেই মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ ছিল। তবে সন্ধ্যার পর থেকে ঘাট এলাকায় বাস ও ছোট গাড়ির চাপ কমে যাওয়ায় অপেক্ষমাণ পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। তবে এখনও নৌপথ পারাপারে প্রায় পাঁচ শতাধিক ট্রাক অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ড্রেজিংয়ের কারণে পাটুরিয়ার ৪নং ফেরিঘাট বন্ধ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও পরিবহন বাস পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে। এর মধ্যে বড় রো রো ফেরি ১১টি, ছোট আকারের পাঁচটি ফেরি এবং কেটাইপ দুটি ফেরি দিয়ে আটকে পড়া এসব যানবাহন পারাপার করা হচ্ছে।
দিনে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন, ছোট ও পরিবহন বাস পারাপার করায় ফেরিঘাট এলাকায় আটকে ছিল এসব ট্রাক। ফলে ট্রাক চালক ও সহযোগীরা ঘাট এলাকায় এসে ভোগান্তিতে পড়েন। তবে রাতে বাসের চাপ না থাকায় ট্রাকগুলোকে পার করা হচ্ছে। সবশেষ ঘাট এলাকায় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক, অর্ধশত পরিবহন বাস এবং ২০টির মতো ব্যক্তিগত ছোট গাড়ি নৌপথ পারাপারের অপেক্ষমাণ রয়েছে বলে জানান ডিজিএম জিল্লুর রহমান।
সোহেল হোসেন/এসএসএইচ