বেগমগঞ্জে হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জে হামলার শিকার এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।
নিহত মোহাম্মদ দেলোয়ার হোসেন পাটোয়ারী (৮১) উপজেলার একলাশপুর ইউনিয়নের আলিম উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত মুরাদুজ্জামানের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর একলাশপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাবুয়া এলাকার নূর মোহাম্মদ তোতা, আরমান, শাহেদসহ ৪-৫ জনের সঙ্গে বিদ্যুতের খুঁটি বসানো কেন্দ্র করে বৃদ্ধ দেলোয়ারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ওই বৃদ্ধকে পিটিয়ে গুরুতর আহত করে।
পরে রোববার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৭ নভেম্বর বেগমগঞ্জে থানায় মামলা দায়ের করা হয়।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেডিকেল রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসআর