ট্রেনের ভেতর চালু হচ্ছে অ্যাম্বুলেন্স : রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল যোগাযোগ ব্যবস্থাকে যুগোপযোগী আধুনিক ও ভারসাম্যপূর্ণ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। অর্থাৎ রেল, সড়ক, নৌ এবং বিমান; এই চার মাধ্যমকে সমানভাবে ব্যবহারের উপযোগী করে তোলার চেষ্টা করছি আমরা। আগামীতে ট্রেনের ভেতর চালু হচ্ছে অ্যাম্বুলেন্স।
তিনি বলেন, ট্রেনে মালামাল, যাত্রী পরিবহন এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। কৃষিপণ্য পরিবহনের জন্য লাগেজ ভ্যানের কথা ভাবছি আমরা।
রোববার (২৪ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন চত্বরে রেলওয়ে বহরে নতুন সংযোজন হওয়া অত্যাধুনিক লাগেজ ভ্যানে কৃষিপণ্য পরিবহন সংক্রান্ত সভায় এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, আমরা আগামীতে ট্রেনের ভেতর অ্যাম্বুলেন্স ব্যবস্থা চালু করব। ভবিষ্যতে যদি দেখা যায় রোগী পরিবহনে সমস্যা হয়; ঢাকায় যথাসময়ে রোগী নেওয়া যাচ্ছে না। তখন পঞ্চগড় থেকে ট্রেনে রোগীদের ঢাকায় নিয়ে যাওয়া হবে। রোগীদের বহনের জন্য ট্রেনে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে। যাতে ট্রেনে রোগী বহন করা যায়।
‘এটি ঠিক এয়ার অ্যাম্বুলেন্সের মতো হবে’ উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে রোগীদের যেমন দ্রুত হাসপাতালে নেওয়া হয় ঠিক তেমনি ট্রেনে রোগীদের হাসপাতালে নেওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্স যেহেতু চালু হয়েছে ঠিক ট্রেন অ্যাম্বুলেন্সও চালু হবে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান, পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
এএম