দুই রুটে ফেরি চলাচল বন্ধ

সন্ধ্যার পর নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আমাদের মানিকগঞ্জ ও মাদারীপুর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য থেকে জানা যায়-
সন্ধ্যার পর পদ্মায় কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এতে মাঝ পদ্মায় আটকা পড়ে ছোট বড় মিলে ২টি ফেরি। যার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
রোববার (২৪ জানুয়ারি) রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় সকল ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান।
এ সময় জিল্লুর রহমান বলেন, নদী তীরবর্তী এলাকায় কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে দুইটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় সাড়ে ৩শ সাধারণ পণ্যবাহী ট্রাক, শতাধিক বাস নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে।
এছাড়া, ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে রাত সাড়ে ১০টার দিকে মাইকিং করে ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিকনির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় পদ্মা নদীতে দিকনির্ণয়ে ব্যর্থ হয় ফেরিগুলো। তাই দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. জামিল ঢাকা পোস্টকে বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল করবে।
এসপি