পাবনায় আ.লীগের গাড়িবহর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীনের গাড়িবহর থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিতসভা শেষে অস্ত্র দুটি জব্দ করা হয়। রাত সাড়ে ১২টার দিকে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সুজানগরের ১০ ইউনিয়নের আসন্ন নির্বাচন ঘিরে দলীয় ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে কমবেশি সহিংসতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রানীনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়।
সভা শেষে সুজানগর উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন নেতাকর্মীদের গাড়ির বহর উপজেলার দিকে রওনা দেয়। এ সময় পুলিশ বহরের একটি গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শ্যুটার গান এবং একটি শটগান উদ্ধার করে। তার একটি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফার নামে রেজিস্ট্রেশন করা ছিল।
খোঁজ নিয়ে জানা যায়, সুজানগর উপজেলার ১০ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর বাইরে প্রতিটি ইউপিতে একাধিক বিদ্রোহী প্রার্থী রয়েছে। সব ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীরা উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিনের সমর্থক।
গাড়ির মালিক উজ্জ্বল হোসেন বলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনের নামে চারটি গাড়ি ভাড়া দেওয়া হয়েছিল। গাড়ির মধ্যে যদি তারা অস্ত্র রাখে সেক্ষেত্রে চালকের কিছু করার থাকে? আটক চালকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা অস্ত্র গাড়িতে রেখেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন বলেন, একটি বর্ধিত সভায় অনেক নেতাকর্মী ও গাড়ির বহর ছিল। কে কী অবস্থায় ছিলেন সেটা আমার জানার কথা নয়। তাছাড়া অস্ত্র উদ্ধারের কথা আপনাদের কাছ থেকেই আমি জানলাম। তবে নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষের লোকজন হিংসাত্মকভাবে আমাকে জড়িয়ে মিথ্যা ও মনগড়া নাটক সাজানোর চেষ্টা করছে। তিনি বলেন, অস্ত্রের মালিকও আমি না, অস্ত্র নেওয়ার বিষয়টিও আমি জানি না।
সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব বলেন, উপজেলার অধিকাংশ ইউনিয়নে শাহিনুজ্জামানের নিজস্ব লোক মনোনয়ন না পাওয়ায় প্রতিটি ইউনিয়নে তিনি স্বতন্ত্র প্রার্থী দিয়েছেন। নিজে নেতৃত্ব দিয়ে এসব ইউনিয়নে নৌকার ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন।
আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, গাড়ির ভেতর থেকে একটি বৈধ আর একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় হাবিবুল্লাহ নামে এক চালককে আটক করা হয়েছে। নির্বাচনকে ঘিরে সহিংসতা রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। অস্ত্র উদ্ধারের বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাকিব হাসনাত/এসপি