মাগুরায় ৪ খুনের মামলায় প্রধান আসামিসহ গ্রেফতার ৫

অবশেষে মাগুরার জগদলে চার খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. নজরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন মহম্মদিয়া আবাসিক হোটেল থেকে রোববার (৩১ অক্টোবর) ভোর ৫টার দিকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মামলার আরও চার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম।
গ্রেফতার নজরুল ইসলাম মাগুরার জগদল গ্রামের মৃত মাছেম মোল্লার ছেলে। চার খুনের ঘটনার নজরুল ইসলাম প্রাথমিকভাবে দায় স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতার অন্য চার আসামি হলেন- সৈয়দ রুপাটী গ্রামের মৃত তাসের শেখের ছেলে জালাল শেখ, জগদল গ্রামের দাউদ মোল্লার ছেলে তুহিন হোসাইন, সৈয়দুর পার্টি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে রিয়াদ হোসাইন এবং প্রতিটি গ্রামের আশরাফুল আলমের ছেলে ইয়ামিন হোসেন।
মাগুরার পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম বলেন, মাগুরা জগদল মাঝিপাড়া এলাকায় চার খুনের ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। নজরুল ইসলাম ও সবুর মোল্লার মধ্যে দীর্ঘদিন সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে চরম বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত ১৫ অক্টোবর দুই পক্ষের সংঘর্ষে সবুর মোল্লার গ্রুপের তিনজন এবং নজরুল ইসলামের গ্রুপের একজনসহ মোট চারজন নিহত হন। ঘটনার তিন দিন পরে নিহত ছবির মোল্লার ভাই আনোয়ার হোসেন মোল্লা বাদী হয়ে ৬৮ জনকে আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। ৬৮ জন আসামির মধ্যে পুলিশ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়েছে।
আরএআর