রাজাকারের নাম মুছে মুক্তিযোদ্ধার নামে সড়ক করার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের অন্তর্গত দেলোয়ার হোসেন সড়কের নাম মুছে একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণের দাবি উঠেছে। এ নিয়ে কয়েক দফায় জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে তুলে ধরেছেন স্থানীয় বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধারা।
সর্বশেষ গত ১০ অক্টোবর ইছাপুরা ইউনিয়নবাসীর পক্ষে হামদু মিয়া ও মজনু মিয়াসহ আরও কয়েকজন জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন।
লিখিত আবেদনে বলা হয়, ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সভাপতি ছিলেন। সংখ্যালঘুদের ওপর নির্যাতন, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগে তার সক্রিয় ভূমিকা ছিল। তার নির্দেশে স্থানীয় আড়িয়ল বাজারের দক্ষিণ পাশের সেতুর গোড়ায় সাতজন নিরীহ মুক্তিকামীকে হত্যা করা হয়।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে দালাল আইনের মামলায় দেলোয়ার হোসেন ৩ মাস ১০ দিন কারাবাস করেন। এ অবস্থায় মুজিব শতর্বষে রাজাকার প্রয়াত দেলোয়ার হোসেনের নাম বদল করে খাদুরাইল গ্রামের সড়কটি একজন শহীদ বীর মুক্তিযোদ্ধার নামে নামকরণের দাবি জানানো হয়।
এর আগে ২০১৬ ও ২০২০ সালেও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করে রাজাকার দেলোয়ার হোসেনের নাম বদলে খাদুরাইল সড়কটির নাম বীর মুক্তিযোদ্ধার নামে করার দাবি জানান বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. তারা মিয়া।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসাক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন বলেন, সড়কের নামকরণের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সিদ্ধান্ত নিতে হয়। এরপর সেটি জেলা কমিটির কাছে পাঠালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে মন্ত্রণালয় অনুমতি দিলে সড়কের নামকরণ গ্যাজেট আকারে প্রকাশ হয়।
বিজয়নগরের সড়কের বিষয়ে আগে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি সভায় নামকরণ বদলের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান তিনি।
আজিজুল সঞ্চয়/এনএ