সালথায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৮

আগামী ১১ নভেম্বর ফরিদপুরের সালথা উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে উপজেলার কয়েকটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে বেত-টিনের তৈরি ঢাল, সড়কি, কাতরা, টেঁটা, কালি, চাপাতি, রামদা, ছেন, চাইনিজ কুড়াল, বাঁশ ও কাঠের লাঠিসহ ৪ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ নভেম্বর) সকালে এসব অস্ত্র উদ্ধার করে সালথা থানা পুলিশ। এ ঘটনায় ৮ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, সালথা দাঙ্গা প্রবণ এলাকা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন অস্ত্র তৈরির খবর পাচ্ছিলাম। এ কারণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ঘরে দেশীয় অস্ত্র পাওয়ায় ৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে দ্বিতীয় দাঙ্গা প্রবণ এলাকা সালথা থানা। সেখানে বিভিন্ন সময় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ হয়ে থাকে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে গত ২৩ অক্টোবর স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হন। এসব সংঘর্ষে সাধারণত নেতৃত্ব দেন গ্রাম্য মাতব্বররা।
ফরিদপুরের সহকারি পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সালথা উপজেলার ৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে বেশ কিছু কেন্দ্র সংঘর্ষ প্রবণ। সেসব এলাকায় নির্বাচনী সহিংসতা রোধে সালথা থানা পুলিশ অভিযান চালায়।
এ বিষয়ে তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে বেত-টিনের তৈরি ঢাল, সড়কি, কাতরা, টেঁটা, কালি, চাপাতি, রামদা, ছেন, চাইনিজ কুড়াল, বাঁশ ও কাঠের লাঠিসহ ৪ শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। নিজ হেফাজতে অস্ত্র রাখা ও সরবরাহ করার অপরাধে ৮ জনকে আটক করে সোমবার (৮ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে সালথা থানায়।
জহির হোসেন/আরআই