যশোরে ফেনসিডিলসহ ছাত্রদল নেতা গ্রেফতার

যশোরের ঝিকরগাছায় ৬০ বোতল ফেনসিডিলসহ জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান টুকুকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ অক্টোবর) গভীর রাতে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা ব্রিজ সংলগ্ন স্বর্ণপট্টি থেকে দুই সহযোগীসহ টুকুকে গ্রেফতার করা হয়।
টুকু যশোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও নাভারণ জাওলা পাড়া গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। তার সহযোগীরা হলেন : নাভারণ জাওলা পাড়া গ্রামের ইমামুল হোসেন (২৫) ও মণিরামপুর উপজেলার রোহিতা গ্রামের সোহাগ পারভেজ (২৮)।
ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাতে ঝিকরগাছা ব্রিজ এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ টুকু ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়।
জাহিদ/এসকেডি