নাটোরে ছাত্রলীগের ২ নেতাকে কুপিয়ে জখম

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নাইম হোসেন ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রসংসদের সহ-ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে কলেজ গেট এলাকায় হামলার ঘটনা ঘটে।
পৌর ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসানসহ ছাত্রলীগের সাত নেতা-কর্মীর এ হামলায় জড়িত ছিলেন বলে আহত ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত দুই ছাত্রলীগ নেতা সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ববিরোধের জেরে বুধবার দুপুরে পৌর ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসানের নেতৃত্বে সাত-আটজন ধারালো অস্ত্র নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা গেটে নাসির স্টোরের সামনে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগ নেতা নাইম হোসেন ও শফিকুল ইসলামের ওপর হামলা চালিয়ে নাইম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং আরেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলামকে পিটিয়ে আহত করে।
আহতদের মধ্যে নাইম হোসেনকে নাটোর সদর হাসপাতাল ও শফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিংড়া পৌর ছাত্রলীগের সভাপতি বনী ইসরাইল বাপ্পী বলেন, মেহেদী হাসান রাফসান পৌর ছাত্রলীগের স্কুলবিষয়ক সম্পাদক পদে আছে। তবে অন্যায়ভাবে হামলা করলে সংগঠন তার দায় নেবে না। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিংড়া গোল-ই-আফরোজ কলেজ ছাত্রসংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল বলেন, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক কলেজের নিরীহ ছাত্রদের ওপর হামলা দুঃখজনক। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর থেকে পুলিশ সতর্ক অবস্থানে আছে।
তাপস কুমার/এনএ