কষ্ট ভুলে সেই ছেলেকে পুলিশ থেকে রক্ষা করলেন বাবা

কুমিল্লা নগরীর ১৭নং ওয়ার্ডের সুজানগর এলাকার ব্যবসায়ী মো. মাহে আলমকে মারধর করে তার মেঝ ছেলে রাসেল আহমেদ (৩২)। বাবাকে নির্যাতনের ভিডিওটি গত ১০ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি নজরে এলে অভিযুক্ত সেই ছেলেকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. ফারুক আহমেদ বাসায় দেখতে যান মাহে আলমকে। এ সময় আগামীতে যেকোনো প্রয়োজনে তার পাশে থাকার ঘোষণা দেন।
কিন্তু ছেলের নির্যাতনে গুরুতর আহত বাবা মাহে আলম কোনো মামলা না দিয়ে উল্টো পুলিশের কাছে অনুরোধ করেন ছেলেকে ছেড়ে দিতে।
নির্যাতনের শিকার বাবা বলেন, ছেলে তার ভুল বুঝতে পেরেছে। আমার পায়ে ধরে মাফ চেয়েছে। তাই মাফ করে দিয়েছি। রাসেল আগে অনেক ভালো ছিল। আগামীতে এই কাজ আর করবে না।

কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. ফারুক আহমেদ বলেন, পিতাকে নির্যাতনের ভিডিওটি বাংলাদেশ পুলিশের আইজিপি’র স্ত্রী ও পুনাক সভানেত্রীর নজরে আসে। পরে তিনি আমাকে বিষয়টি খোঁজ নিতে বলেন এবং মাহে আলমের জন্য উপহার পাঠান। বৃদ্ধ মাহে আলমকে বাসায় দেখতে গিয়ে সান্তনা দিয়েছি ও আইজিপি’র স্ত্রীর দেওয়া উপহার তার হাতে তুলে দিয়েছি।
পুলিশ সুপার আরও বলেন, সন্তানের প্রতি মাহে আলমের এই মমত্ববোধ সমাজে উদাহরণ হয়ে থাকবে। এত বড় একটি ঘটনার পরও নিজ সন্তানকে ক্ষমা করে দিয়েছেন। বাবারা যে কত মহান, এটা তারই প্রমাণ। বর্তমান প্রজন্মের সন্তানদের বিষয়টি উপলব্ধিতে আসা উচিত।
অমিত মজুমদার/আরআই