শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

মুন্সিগঞ্জে শিশু ধর্ষণ মামলায় মহসিন (৩২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. জাকির হোসেন এ আদেশ দেন। এ সময় আসামি (৩২) আদালতে উপস্থিত ছিলেন।
মহসিন সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৯ নভেম্বর সকাল ৬টার দিকে শিশুটি তার মায়ের কর্মস্থল ফিরঙ্গি বাজার থেকে নিজ ভাড়া বাসায় ফিরছিল। ফিরঙ্গি বাজার সামসু বেপারির চায়ের দোকানের সামনে গেলে মহসিন তাকে জোর করে পরিত্যক্ত ভবনের ভেতরে নিয়ে ধর্ষণ করে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।
পরে ওই শিশু রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের লোকজন তাকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে ৩০ নভেম্বর ২০১৭ সালে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করে।
নারী ও শিশু নির্যাতন দমন আদালতের স্টেনোগ্রাফার মেহেদি হাসান জানান, বাদী, ভিকটিম, ডাক্তারসহ পাঁচজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
শামীম/এসপি