রাজশাহীতে অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেফতার

রাজশাহী নগরীতে বিদেশি রিভলভার এবং ৪৫০ পিস ইয়াবাসহ আজিম আলী (১৯) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
আজিম আলী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর এলাকার নজরুলের ছেলে। তার বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।
বিকেলের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস।
তিনি বলেন, অস্ত্র ও মাদক হাতবলের প্রাক্কালে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। তার কাছে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড গুলি এবং ৪৫০ পিস ইয়াবা পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এগুলো এনেছিলেন তিনি।
গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ এই অভিযানে অংশ নেন পুলিশ পরিদর্শক আশিক ইকবাল, এসআই আব্দুর রহমান ও তার দল।
পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, এই অস্ত্র ও মাদকের মালিক শিবগঞ্জ উপজেলার বাসিন্দা খাইরুল ইসলাম। তার নির্দেশেই এগুলো বহন করে এনেছিলেন।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার আমিন পেট্রোল পাম্পের সামনে এক ব্যক্তির কাছে সেগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরে এই কারবারে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন ওই যুবক। পরে তার বিষয়ে আইনত ব্যবস্থা নিয়েছে পুলিশ।
ফেরদৌস সিদ্দিকী/আরআই