ওয়ারীতে ৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার

রাজধানীর ওয়ারী এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার (৬৫) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে ডিবি-গুলশান বিভাগের একটি বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তালেবুর রহমান জানান, শুক্রবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস দল ওয়ারী থানার নবাবপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নবাবপুরের কাপ্তানবাজার কমপ্লেক্স-২ এর সামনে থেকে ফাতেমা আক্তারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ফাতেমা আক্তার স্বীকার করেছেন, তিনি একটি সংঘবদ্ধ মাদককারবারি চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করতেন।
গ্রেপ্তারকৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
এসএএ/এমএন