খালেদা জিয়ার অবস্থা ভালো না

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খালেদা জিয়ার অবস্থা ভালো না। তাকে ধুঁকে ধুঁকে মারার ষড়যন্ত্র হচ্ছে। যারা বেগম জিয়ার চিকিৎসায় বাধা দিচ্ছেন, বাধা হয়ে দাঁড়াচ্ছেন আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পাচ্ছে বলেই তার চিকিৎসা নিয়ে নানা গড়িমসি করছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) খানজাহান আলী থানা এবং দৌলতপুর থানায় লিফলেট বিতরণের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ডিজেল, পেট্রল, গ্যাস ও পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ করা হয়।
নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে সংগ্রাম করছেন। তিনি আক্রান্ত হয়েছেন বিভিন্ন অসুখে। এ অসুখ এমন পর্যায় পৌঁছেছে যে, তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাটা প্রয়োজন। ডাক্তাররাও বলছেন, তাকে বিদেশে পাঠালে তিনি সুস্থ হবেন। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন তার জীবন রক্ষার্থে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, অধ্যক্ষ তরিকুল ইসলাম, মো. সিরাজুল হক নান্নু, লিয়াকত হোসেন লাভলু, বেলায়েত হোসেন, শরিফুল আনাম, মাসুদ রানা ডাবলু, আবুল কালাম শিকদার, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম শুকুর, মেহেদী হাসান দিপু, শেখ মতিয়ার রহমান প্রমুখ।
মোহাম্মদ মিলন/এমএএস