সাতক্ষীরায় গৃহবধূ হত্যার অভিযোগ, শিক্ষক আটক

সাতক্ষীরা সদরের থানাঘাটা এলাকায় বিউটি সাধু নামে এক গৃহবধূকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করেছে পুলিশ। গৃহবধূ বিউটি সাধু (২৮) থানাঘাটা গ্রামের স্কুলশিক্ষক সাধন সাধুর স্ত্রী।
বিউটির মা ঝিনাইদহ শহরের বাসিন্দা সবিতা সাধু জানান, ৮ বছর আগে বিউটির সঙ্গে সাধনের বিয়ে হয়। কয়েক বছরে তাদের কোনো সন্তান না হওয়ায় পরিবারে অশান্তি দেখা দেয়। এই সুযোগে সাধন তার এক সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
এরই মধ্যে চার বছর আগে বিউটি একটি পুত্রসন্তানের জন্ম দিলেও সাধন পরকীয়া থেকে আর সরে আসেনি। এ নিয়ে বিউটির সঙ্গে প্রায়ই সাধনের ঝগড়া বিবাদ হতো।
তিনি অভিযোগ করে আরও বলেন, বিউটি তাকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেছিল। সে জন্য মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ১০টায় সাধন বাড়ি ফিরে বিউটির ওপর নির্যাতন চালায় ও হত্যা করে লাশ সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।
সাতক্ষীরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সাধনকে আটক করা হয়। ঘটনাটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের আগে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
তিনি বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আকরামুল ইসলাম/এমএসআর