পাটুরিয়ায় নদী পার হওয়ার অপেক্ষায় ৭ শতাধিক যানবাহন

সাপ্তাহিক ছুটির দিনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় সকাল থেকেই যানবাহনের চাপ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি সংকটের কারণে যানবাহন পারাপার কিছুটা ব্যাহত হওয়ায় ঘাট এলাকায় যানবাহনের জট তৈরি হয়েছে। প্রায় ৭ শতাধিক যানবাহন নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরি পণ্যবাহী ট্রাক আগে পার করায় সাধারণ পণ্যবাহী ট্রাকচালকরা দীর্ঘ সময় ধরে ফেরিতে উঠতে পারছেন না। এতে ঘাট এলাকায় অপেক্ষমাণ এসব ট্রাকের সংখ্যা বেড়ে যাচ্ছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট-বড় মিলে মোট ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ নৌপথের চারটি ফেরি ডকইয়ার্ডে মেরামত করা হচ্ছে। যানবাহনের তুলনায় ফেরির সংখ্যা কম থাকায় ৩০ মিনিটের নৌপথ পার হতে সময় লাগছে কয়েক ঘণ্টা।
ফেরি সংকটের কারণে সাধারণ পণ্যবাহী ট্রাকচালকদের ঘাট এলাকায় অপেক্ষায় থাকতে হচ্ছে ১০ থেকে ১৫ ঘণ্টা। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপেক্ষমাণ যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী ফেরিতে তুলতে কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক বাণিজ্য) মো. জিল্লুর রহমান জানান, এ নৌপথে ৮টি বড় ফেরি ও ৮টি ছোট ফেরি মিলে মোট ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংকট থাকায় ঘাট এলাকায় সাড়ে পাঁচশ সাধারণ পণ্যবাহী ট্রাক, শতাধিক ব্যক্তিগত ছোট গাড়ি এবং ৬০টির মতো বাস অপেক্ষায় রয়েছে। ফেরির সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
সোহেল হোসেন/আরএআর/জেএস