নির্বাচনী দায়িত্ব পালন করার সময় প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, পটুয়াখালী

২৮ নভেম্বর ২০২১, ০৭:৩১ এএম


নির্বাচনী দায়িত্ব পালন করার সময় প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

ফাইল ছবি 

পটুয়াখালীর মির্জাগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করার সময় হুমায়ন কবির (৫০) নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মারা গেছেন। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ২ নং মির্জাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নুরিয়াবাদ ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।   

হুমায়ুন কবির মির্জাগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদফতরের ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার দুমকী উপজেলা শহরের বাজার রোড এলাকার বাসিন্দা।

স্থানীয় ও নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, হুমায়ুন কবির নির্বাচনী দায়িত্ব পালনের জন্য শনিবার বিকেলে ৩ নং ওয়ার্ডের নুরিয়াবাদ ভোটকেন্দ্রে যান। কেন্দ্রে ভোটগ্রহণের সব আয়োজন সম্পন্ন করে পার্শ্ববর্তী এক বাড়িতে যান এবং সেখানে অজু করে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর হঠাৎ করে তিনি স্টোক করেন এবং কিছুক্ষণ পরই মারা যান।

জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক শিলা রানী দাস জানান, হুমায়ুন কবির আগে থেকেই হৃদরোগে ভুগছিলেন। শনিবার সন্ধ্যায় মির্জাগঞ্জ উপজেলার ভাজনা কদমতলা নুরিয়া সিনিয়র মাদরাসা কেন্দ্রের পার্শ্ববর্তী এক বাড়িতে নামাজ পড়তে গিয়ে তিনি মারা যান।

মুহিববুল্লাহ্ চৌধুরী/এসপি 

Link copied