কক্সবাজারে এলজি, কার্তুজ ও কিরিচ উদ্ধার

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি

কক্সবাজার

০৫ ডিসেম্বর ২০২১, ০১:২৭ এএম


কক্সবাজারে এলজি, কার্তুজ ও কিরিচ উদ্ধার

কক্সবাজার কুতুবদিয়ায় পরিত্যক্ত দেশীয় তৈরি এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও একটি লম্বা কিরিচ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮টায় কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘর পাড়া সংলগ্ন সাগরপাড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দারের নেতৃত্বে এসআই মকবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার ঢাকা পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি। 

এইচকে 

Link copied