ফেরি থেকে পড়ে নিখোঁজ যাত্রী

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে ফেরি থেকে পড়ে এক যাত্রী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন।
নিখোঁজ ওই যাত্রীর নাম মোজাফফর হোসেন নান্নু (৬৫)। তার বাড়ি কুষ্টিয়া পৌরসভার চৌরহাস এলাকার ফুলতলা গ্রামে।
নিখোঁজ মোজাফফর হোসেনের ভাইয়ার ছেলে দোলেয়ার হোসেন বলেন, আমার খালু তার বড় মেয়েকে নিয়ে ঢাকা যাচ্ছিল। রাত ১০টায় কুষ্টিয়া থেকে লালন পরিবহনে ওঠে। রাত পৌনে ২টার দিকে দৌলতদিয়া পাঁচ নম্বর ঘাট থেকে তিনি ফেরিতে ওঠেন। এ সময় বাস ফেরিতে উঠার পর তিনি বাস থেকে নেমে আসে। ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়েছিলেন। ফেরি ছাড়ার সময় একটা ধাক্কা লাগে। ধাক্কায় আমার খালু ফেরি থেকে পড়ে যায়।
গোয়ালন্দ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর শোনার পর পরই আমি একটা নৌকা নিয়ে তল্লাশি করি। কিন্তু পায়নি। এখনও উদ্ধারে কাজ করছি।
মীর সামসুজ্জামান/এসপি