কোস্টগার্ডের শীতবস্ত্র ও চিকিৎসাসেবা পেল ৩০০ জন

মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে চরাঞ্চলের শীতার্ত ও দরিদ্র জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ ও মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন কর্তৃক চাঁদপুর জেলার হাইমচর উপজেলার লামচরী এলাকায় প্রায় ৩০০ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষধ সামগ্রী প্রদান করা হয়।
এদিন দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড উপকূল ও চরাঞ্চলের মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। করোনা ভাইরাসের প্রভাবে উপকূল চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের জীবিকা বন্ধ হয়ে যাওয়ায় তাদের সাহায্যে এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি উপকূল ও চরাঞ্চলের শীতার্ত দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষধ সামগ্রী প্রদান কার্যক্রমে কোস্টগার্ড সদর দফতরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইমরান জুয়েল, এএমসি, মেডিকেল অফিসার লেফটেন্যান্ট জান্নাতুল ফেরদৌস, এএমসি এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
শরীফুল ইসলাম/আরআই