চৌদ্দগ্রামে বিপুল ভোটে জয়ী মীর হোসেন

চৌদ্দগ্রাম পৌরসভায় বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জি এম মীর হোসেন মীরু। বেসরকারি ফলাফলে তিনি পেয়েছেন ১৫ হাজার ৯২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী হারুন অর রশিদ মজুমদার পেয়েছেন ১ হাজার ৮৮০ ভোট।
কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে মোশারফ হোসেন, ২ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম পাটোয়ারী, ৩ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে কামাল উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে বদিউল আলম পাটোয়ারী, ৬ নম্বর ওয়ার্ডে মফিজুর রহমান, ৭ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম শাহীন, ৮ নম্বর ওয়ার্ডে কাজী বাবুল ও ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান জয়লাভ করেছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বৃহত্তর ১-৩ নম্বর ওয়ার্ডে কহিনুর আক্তার, ৪-৬ নম্বর ওয়ার্ডে ফিরোজা বেগম, ৭-৯ নম্বর ওয়ার্ডে আমেনা বেগম জয়লাভ করেছেন।
এদিকে শনিবার বিকেল সাড়ে ৪টায় চৌদ্দগ্রাম বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির মেয়র প্রার্থী হারুন অর রশিদ মজুমদার কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল দাবি করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।
চৌদ্দগ্রাম পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী ছিলেন। চৌদ্দগ্রাম পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ১৯৭। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৪৩ জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ১৫৪ জন।
শনিবার ১২টি কেন্দ্রের ৭৫টি বুথে ভোট গ্রহণ করা হয়। এ পৌরসভায় ব্যালট পেপারে ভোট নেওয়া হয়।
ইসতিয়াক আহমেদ/এনএ