বরিশালে ২ ডাকাত সর্দারের যাবজ্জীবন

দক্ষিণাঞ্চলের কুখ্যাত দুই ডাকাত সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন বরিশালের একটি আদালত। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মহসিনুল হক এই সাজা দেন।
দণ্ডিত ডাকাত সর্দার হলো— বাকেরগঞ্জ উপজেলার পূর্বমহেষপুর গ্রামের ইউসুফ জোমাদ্দারের ছেলে হাকিম জোমাদ্দার ওরফে ‘হাইক্কা ডাকাত’ এবং পশ্চিম দুর্গাপুর এলাকার আব্দুর রশিদ খানের ছেলে আয়নাল ওরফে কবির খান ওরফে ‘হাতকাটা আয়নাল’।
আদালতের বেঞ্চ সহকারী হারুনর রশীদ মামলার বরাত দিয়ে বলেন, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর রাতে ৪ আগস্টে থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলার আসামি গ্রেফতার করতে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশ।
রাত ৮টায় মহেষপুর এলাকা থেকে ফরিদুল ইসলাম খোকন নামে একজনকে গ্রেফতার করে। খোকন নিজে ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করে। অস্ত্র রাখার স্পটের কথা জানিয়ে দেয়।
তার দেয়া তথ্য মতে, রাত পৌনে একটার দিকে থানা পুলিশের সহায়তা নিয়ে অস্ত্র উদ্ধার করতে যায় ডিবি পুলিশ। পৌরসভা প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে গেলে আসামিরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ সদস্যরাও পাল্টাগুলি চালায়।
দীর্ঘক্ষণ গোলাগুলি হলে হাইক্কা ডাকাত ও হাতকাটা আয়নাল অস্ত্র ফেলে পালিয়ে যান। তাদের অস্ত্র রাখার স্পট থেকে একটি শর্টগান, একটা দেশীয় পাইপগান, একটি ছোরা এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি।
এ ঘটনায় দুই ডাকাত সর্দারের বিরুদ্ধে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর বাকেরগঞ্জ থানায় মামলা করেন জেলা ডিবির এসআই আব্দুল হক। ২০১৭ সালের ২৮ মার্চ থানার এসআই ইউনুস ফকির আসামিদের দোষী সাব্যস্ত করে চার্জশিট দাখিল করেন। আদালত দীর্ঘদিন কার্য নির্ধারিত শুনানি শেষে মঙ্গলবার এই রায় প্রদান করেন। এসময়ে আসামিরা অনুপস্থিত ছিলেন।
তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী হারুনর রশীদ। তিনি আরও বলেন, মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
এমএসআর