ডাব পাড়তে গিয়ে লাশ হলেন মুয়াজ্জিন

সাভারের আশুলিয়ায় ডাব পাড়তে গিয়ে নারকেলগাছ থেকে পড়ে জয়নাল আবেদীন (৪৫) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। রোববার (১৯ ডিসেম্বর) সকালে আশুলিয়ার পশ্চিম আউকপাড়া এলাকার নিজ বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত জয়নাল পশ্চিম আউকপাড়া এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে।তিনি স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নিহতের শ্যালক কবির হোসেন জানান, আজ সকালে বাড়ির পাশের নারকেলগাছে ডাব পাড়তে উঠেন তার ভগ্নিপতি জয়নাল। ওই গাছটি প্রায় ৩৫ থেকে ৪০ ফুট উচ্চতার ছিল। ডাব পাড়তে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান তিনি।
এ সময় মাথায় গুরুতর আঘাত পেলে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুবেল মিয়া বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মাহিদুল মাহিদ/এমএসআর