সাভারে যুবককে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি

সাভারে জাকির হোসেন (৩৬) নামের এক যুবককে অপহরণ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ব্যাপারে সাভার মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা বেগম। এর আগে ১৫ ডিসেম্বর দুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
অপহরণের শিকার জাকির হোসেন চাঁদপুর জেলা সদরের মনসুর দেওয়ানের ছেলে। তিনি সাভারের কাতলাপুরের আমতলা এলাকার শোভার বাড়িতে ভাড়া থেকে উলাইলে চটপটির ব্যবসা করতেন।
ভুক্তভোগীর স্ত্রী রহিমা ঢাকা পোস্টকে বলেন, আমার স্বামী ১৫ ডিসেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেদিন সন্ধ্যায় কে বা কারা বাড়িওয়ালা শোভার মোবাইলে ফোন করে বলেন, জাকির হোসেন অ্যাক্সিডেন্ট করেছে। দ্রুত ৪ লাখ টাকা দিতে হবে।
তিনি আরও বলেন, ১০ মিনিট পরে আবার একই নম্বর থেকে ফোন আসে। তখন বলে, তার স্বামী জাকির হোসেন চুরি করে ধরা পড়েছেন। তার স্বামীকে বাঁচাতে হলে দ্রুত ৪ লাখ টাকা পাঠাতে হবে।
স্বামী কোথায় আছেন? এমন প্রশ্নের জবাবে অপহরণকারীরা বলেন, নারায়ণগঞ্জে রয়েছে। দ্রুত টাকা না পাঠালে তার স্বামীকে হত্যার হুমকিও দেন। পর দিনই থানায় ডিজি করতে চেয়ে পারি নাই। এতদিন স্বামীর অপেক্ষায় থেকে আজ জিডি করেছি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
মাহিদুল মাহিদ/এমএসআর