শ্বশুরবাড়ি যাওয়া হলো না ফারজানার

নোয়াখালীর চাটখিলে পারিবারিক কলহের জেরে ফারজানা আক্তার সোহানা (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব সোসালিয়া গ্রামের নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
নিহত ফারজানা আক্তার সোহানা ওই বাড়ির সোহাগ শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে এক প্রবাসীর সঙ্গে ফারজানা আক্তার সোহানার মোবাইলে বিয়ে হয়। বিয়ের পর স্বামী দেশে না আসায় শ্বশুরবাড়ি যাওয়া হয়নি তার। বাবার বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন সোহানা। মঙ্গলবার সকালের কোনো এক সময় নিজের কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। তদন্ত শেষে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
হাসিব আল আমিন/আরএআর