দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১

নেত্রকোনার কেন্দুয়ায় ঘন কুয়াশার কারণে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পাথরবাহী ট্রাককে যাত্রীবাহী বাস ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত এবং ১০ জন আহত হয়েছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে নেত্রকোনার কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের সাহিতপুর আটিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপারের নাম শনাই মিয়া। তিনি মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মিছির উদ্দিনের ছেলে। তবে আহত ব্যক্তিদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দা রিপন মিয়া জানান, রাত থেকেই প্রচণ্ড কুয়াশা। কুয়াশার কারণে খুব কাছের কিছুও স্পষ্ট দেখা যাচ্ছে না। পাথরবাহী ট্রাকটি দাঁড়িয়েছিল রাস্তার পাশে। কিন্তু চলন্ত বাস ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে বেলা ১১টার দিকে কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজের সঙ্গে কথা হলে তিনি এ সকল তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো ব্যবস্থা হচ্ছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, হিরণ এন্টারপ্রাইজ নামে ওই যাত্রীবাহী বাস চট্টগ্রাম থেকে কেন্দুয়া যাচ্ছিল। দাঁড়িয়ে থাকা ট্রাকটি সড়কের সংস্কার কাজের পাথর পরিবহন করছিল।
জিয়াউর রহমান/এসপি