তৈমূরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের বিরুদ্ধে এবার পাল্টা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে আইভীর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আদিনাথ বসু রিটার্নিং অফিসারের কাছে ওই অভিযোগ দেন।
অভিযোগে বলা হয়, তৈমূর আলম খন্দকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদরাসা ও মন্দিরে গিয়ে ভোট প্রার্থনা করছেন। খেয়াঘাটে হ্যান্ড মাইকিং ব্যবহারসহ বিভিন্ন স্থানে সভা করছেন। এগুলো কার্যত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। এ ছাড়া সমাবেশে তিনি তার বক্তব্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন।
প্রসঙ্গত, এর আগে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিতভাবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন তৈমূর আলম খন্দকার। ঐ অভিযোগে তিনি ডা. সেলিনা হায়াত আইভী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, মৃণাল কান্তি দাস, মীর্জা আজমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন।
রাজু আহমেদ/আরআই