আমি জনগণের অভিযোগগুলোই তুলে ধরছি : তৈমুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, সিটি করপোরেশনের ব্যর্থতায় জনগণ চরম ক্ষুব্ধ। যেখানেই গণসংযোগে যাচ্ছি ওই এলাকার সাধারণ মানুষ এসে আমার কাছে সিটি করপোরেশনের ব্যর্থতার কথা তুলে ধরছে। আমি জনগণের তোলা অভিযোগগুলোই গণমাধ্যমের সামনে তুলে ধরছি, যার স্বাক্ষী নগরবাসী।
শনিবার (১ জানুয়ারি) দিনভর নাসিকের বন্দর অংশের ২১ ও ২২ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা।
তৈমুর বলেন, সরকার দলীয় প্রার্থীর নিজেরই তো আস্থা নেই নৌকা প্রতীকে। তাই তিনি অন্য দলের, অন্য মতের মানুষদের কাছে ভোট প্রার্থনা করছেন বেশি।
এদিকে তৈমুর আলম খন্দকারের এটাই ছিল বন্দরে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার প্রথম দিন। বন্দর সেন্ট্রাল খেয়া ঘাট পাড় হওয়ার সময়ই তৈমুরকে স্বাগত জানায় শত শত মানুষ। পাশাপাশি বন্দরে পৌঁছালে সেখানে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে।
গণসংযোগকালে তৈমুর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান ব্যর্থতা হল নারায়ণগঞ্জ শহর ও বন্দরকে একত্রিত করতে পারেনি। বন্দর একটা গুরুত্বপূর্ণ জায়গা। ঢাকার আগে নারায়ণগঞ্জ পৌরসভা সৃষ্টি হয়। বন্দর, কদমরসূল ও মদনগঞ্জ নিয়ে মদনগঞ্জ পৌরসভা ছিল। ১৯৭৬ সালে নারায়ণগঞ্জের পশ্চিম পাশের সঙ্গে বন্দরকে যুক্ত করা হয়। সিটি করপোরেশনের কারণে বন্দর অবহেলিত। তারা একটা ব্রিজ করতে পারেনি।
তিনি আরও বলেন, চট্টগ্রামে টানেল হয়েছে। তারা টানেলও করতে পারেনি, ব্রিজও করতে পারেনি। আমাকে আল্লাহ কবুল করলে জনগণের আশার প্রতিফলন ঘটবে। এখানে ব্রিজও, হবে টানেলও হবে।
আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর ‘অন্য কারও শিখিয়ে দেওয়া অভিযোগ করছেন তৈমুর’ এমন বক্তব্যের প্রেক্ষিতে তৈমুর আলম বলেন, ১০ বছর হয়ে গেছে অথচ বন্দরের ৯টি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা , ময়লা ব্যবস্থাপনা বা গার্বেজ ব্যবস্থার কিছুই করতে পারেনি সিটি করপোরেশন। আমি যে অভিযোগ করি তার সাক্ষী নারায়ণগঞ্জের নগরবাসী। ট্যাক্স বেড়েছে কিনা তা নগরবাসী বলবে। পানির জন্য আলাদা করে দেড় লাখ টাকা নেয় কিনা, ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করেছে কিনা এবং জন্মনিবন্ধনের জন্য জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে কিনা এটা জনগণ যারা আছে তাদের জিজ্ঞেস করবেন তারা বলবে। আমি সত্যি বলছি না মিথ্যা বলছি নগরবাসী ভালো জানে।
রাজু আহমেদ/আরএআর