নোয়াখালীতে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেফতার ৪

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, নোয়াখালী   

০২ জানুয়ারি ২০২২, ০৩:২৮ পিএম


নোয়াখালীতে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ গ্রেফতার ৪

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরকসহ (ককটেল) চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাডু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- সেনবাগ উপজেলার উত্তর জয়নগর গ্রামের বেচুমিয়ার ছেলে আবির হোসেন (২৯), মহুয়া গ্রামের মো. জাফরের ছেলে রাকিবুল ইসলাম (২৫), মফিজ উল্লাহর ছেলে আহমেদ পারভেজ ও মো. শহিদুল্লাহ (৫৫)। 

সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আমরা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করতে গিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ৪ জনকে গ্রেফতার করেছি। তারা ইউপি নির্বাচনে ভয়ভীতি প্রদর্শনের জন্য ককটেল তৈরি করে।

ওসি মো. ইকবাল হোসেন পাটওয়ারী আরও বলেন, গ্রেফতার আসামিদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

হাসিব আল আমিন/আরআই

Link copied