সেতু আছে, সড়ক নেই

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নে চিলাকাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পাগলা খাল। এই পাগলা খাল পারাপারের জন্য স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে একটি সেতু নির্মাণ করা হলেও গত চার বছরেও সংযোগ সড়ক করা হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।
জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চিলাকাড়া গ্রামে হেলাল মৌলানার বাড়ির কাছে পাগলা খালের ওপর ১৩ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ১৬ ফুট দৈর্ঘ্যের আরসিসি সেতুটি নির্মাণ করা হয়। প্রায় চার বছর পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান সংযোগ সড়কের মাটির কাজ রহস্যজনক কারণে শেষ না করায় চিলাকাড়া এলাকাসহ আশপাশের কয়েকটি গ্রামের লোকজনকে ঝুঁকি নিয়ে পানিতে ভিজে পারাপার হতে হচ্ছে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসার সময় খাল পারাপার হতে গিয়ে পানিতে পড়ে বই-খাতা ও জামা-কাপড়ও নষ্ট হচ্ছে।
গ্রামবাসী জানায়, সেতু নির্মাণের পর তারা কিছুটা আনন্দিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণে সেতুর দুই পাশে সংযোগ সড়ক হয়নি। সেতুটি তাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে সেতুটির দুই পাশের সংযোগ সড়কের মাটির কাজ জরুরি ভিত্তিতে করা হোক।
চিলাকাড়া এলাকার কাশেম মিয়া জানান, সেতু করছে কিন্তু পার হওয়ার কোনো রাস্তা নেই। কবে মাটি ফেলে রাস্তা করবে কে জানে? রাস্তা না হলে এই সেতুটি দিয়ে আমাদের কী লাভ?
চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলাল উদ্দিন জানান, এখানে ৪০ দিনের কর্মসূচির মাধ্যমে মাটি কেটে খুব শিগগিরই রাস্তার কাজ করা হবে।
পাকুন্দিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম জানান, এ বিষয়টি আমার জানা নেই। খোজঁ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে রাসেল/আরএআর