বগুড়ায় অ্যালকোহল পানে আরও একজনের মৃত্যু

বগুড়ায় অ্যালকোহল পানে প্রেমনাথ রবিদাস (৬০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রেমনাথ রবিদাস শহরের পুরান বগুড়া এলাকার বাসিন্দা। এর আগে অ্যালকোহল পানে তার ছেলে সুমন রবিদাসসহ পাঁচজনের মৃত্যু হয়। অন্যরা হলেন- শহরের কাটনারপাড়া হটুমিয়া লেন এলাকার চা বিক্রেতা সাজু মিয়া (৫০), বাবুর্চি মোজাহার (৬৫), ফুলবাড়ি এলাকার রিকশাচালক আব্দুল জলিল (৫৬) ও ফুলবাড়ি এলাকার পলাশ (৩৫)।
এদিকে বগুড়ায় অ্যালকোহল পানে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন- পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রী রমজান আলী (৪০), ভবের বাজার এলাকার আলমগীর হোসেন (৫৫), সদরের ফাপোড় এলাকার রিকশাচালক জুলফিকার আলী (৫২) ও কাহালু উপজেলার সিএনজিচালিত অটোরিকশা চালক আবুল কালাম (৪৫)। তবে এ বিষয়ে পুলিশ কিছুই জানাতে পারেনি।
পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলীর ভাগিনা ফাহিম দাবি করেন- তার মামা অ্যালকোহলে আসক্ত ছিলেন না। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।
শহরের ভবের বাজার এলাকার আলমগীর হোসেনের পরিবার দাবি করেছে, গত কয়েকদিন ধরে আলমগীর অসুস্থ হয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। অ্যালকোহল পানে তার মৃত্যু হয়নি, হৃদ রোগে তার মৃত্যু হয়েছে।
এদিকে কাহালু উপজেলার সিএনজিচালিত অটোরিকশা চালক আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ। অ্যালকোহল পানে কারও মৃত্যু হয়েছে কি-না তা তারা জানেন না।
বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, হাসপাতালে চিকিসাৎধীন অবস্থায় সোমবার রাতে প্রেমনাথ মারা গেছেন। এর আগে অ্যালকোহল পানে তার ছেলে সুমন রবিদাসের মৃত্যু হয়েছে। তবে ফাপোড় এলাকার রিকশাচালক জুলফিকারের মৃত্যুর বিষয়ে কিছু জানি না। মৃত আলমগীরের বাড়িতে গিয়ে জানা গেছে তিনি অসুস্থ ছিলেন।
সাখাওয়াত হোসেন জনি/আরএআর