দুই দিন পর বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ভারতের পেট্রাপোল স্থলবন্দরের জীবন-জীবিকা বাঁচাও কমিটির পাঁচ দফা দাবির মধ্যে দুই দফা দাবি মেনে নেওয়ায় অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করেছে সংগঠনটি। ফলে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।
এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে সংশিষ্টদের মধ্যে এক বৈঠকে পরস্পরের মধ্যে সমঝোতা হলে কর্মবিরতি প্রত্যাহার করে জীবন-জীবিকা বাঁচাও সংগঠন। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, বাণিজ্যিক কাজে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত রোববার (৩১ জানুয়ারি) সকালে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় পেট্রাপোল বন্দর জীবন-জীবিকা বাঁচাও কমিটি। ফলে ওইদিন সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। প্রবেশের অপেক্ষায় দুই পারের বন্দরে আটকা পড়ে হাজারো পণ্যবোঝায় ট্রাক। এতে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন দুই দেশের ব্যবসায়ীরা। দুর্ভোগে পড়েন পণ্য বহনকারী ট্রাকচালকরা।
কর্মবিরতির ডাক দেওয়া সংগঠনটির সঙ্গে বন্দর শ্রমিক, ট্রাকচালক ও সাধারণ ব্যবসায়ীরা সম্পৃক্ত। তাদের আন্দোলনের সঙ্গে পরে একত্মতা ঘোষণা করেছিলেন বন্দর ব্যবহারকারী সকল বাণিজ্যিক সংগঠন। সমঝোতা আলোচনায় মেনে নেওয়া দাবি দুটি হচ্ছে- ২০ ফেব্রুয়ারি থেকে পেট্রাপোল চেকপোস্টে হ্যান্ড কুলিরা কাজ করতে পারবেন এবং পণ্যবাহী ট্রাক বেনাপোল-পেট্রাপোল বন্দরে রেখে ট্রাকচালকরা হেটে এপার-ওপার যাতায়াত করতে পারবেন।
জানা যায়, দেশের স্থলপথে যে পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয় যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় তার প্রায় ৭০ শতাংশ বেনাপোল বন্দর দিয়ে হয়ে থাকে। প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে প্রায় চারশ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারত থেকে আমদানি ও প্রায় দুইশ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। আমদানি পণ্যের মধ্যে অধিকাংশ শিল্প কলকারখানার কাঁচামাল ,গার্মেন্টস ও খাদ্যদ্রব্য। রপ্তানি পণ্যের মধ্যে বেশির ভাগ পাট ও পাটজাত দ্রব্য রয়েছে। আমদানি পণ্য থেকে প্রতি বছর সরকারের প্রায় পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব আসে। একদিন বাণিজ্য বন্ধ থাকলে নানা বিরুপ প্রভাব পড়ে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল বলেন, কর্মবিরতি প্রত্যাহারে আজ সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস করতে পারেন সে জন্য সংশিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
জাহিদ হাসান/আরএআর