মামলার রায় শুনে আদালত প্রাঙ্গণে মিষ্টি বিতরণ

বহুল আলোচিত মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় শুনে আদালত প্রাঙ্গণে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা, মামলা-সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণ একে অন্যকে মিষ্টিমুখ করান।
সোমবার (৩১ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ডের কথা শুনে মূলত তারা উল্লাসে ফেটে পড়েন এবং মিষ্টি খান।
এর আগে আদালতে রায় শোনার জন্য কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে উপস্থিত হন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা এবং উৎসুক জনতা।

পরে তারা ‘খুনি ওসি প্রদীপের ফাঁসি চাই’ স্লোগান দিয়ে মানববন্ধন অয়োজন করেন। এদিকে রায় পড়া শুরু হলে অনেক মিষ্টি কিনে নিয়ে আসেন।
আদালত প্রাঙ্গণে সমাজকর্মী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসরিন সুলতানা কাবেরী বলেন, জনগণ সুষ্ঠু বিচার বিচার পেয়েছে বলে আজ আনন্দে মিষ্টি খাচ্ছে। কথিত বন্দুকযুদ্ধে যতগুলো নিরীহ মানুষ হত্যার শিকার হয়েছে, আজ তাদের পরিবার সঠিক বিচার পেয়েছে বলে মনে করি।
সাইদুল ফরহাদ/এনএ