সার্চ কমিটির সদস্য এস এম কুদ্দুস রাজবাড়ীর কৃতী সন্তান

সার্চ কমিটির অতিরিক্ত বিচারপতি নিয়োগ পেলেন রাজবাড়ীর কৃতী সন্তান এস এম কুদ্দুস জামান। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি এস এম কুদ্দুস জামান ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি প্রথমে খুলনার পাইকগাছা সহকারী জজ হিসেবে যোগদান করেন। চাকরিজীবনে বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
১৯৯৬ সালে তিনি আইন কমিশনে যোগদান করেন। তিনি বিচারব্যবস্থা পুনর্গঠনে ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত পূর্ব তিমুরে এবং ২০০৬-২০১১ সাল পর্যন্ত সুদানে প্রেষণে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১২ সালে জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিশেষ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান তিনি। ২০১৪-১৫ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারপতি হিসেবে নিয়োগ লাভের আগ পর্যন্ত তিনি ঢাকার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।
এস এম কুদ্দুস জামানের বাড়ি রাজবাড়ী শহরের পশ্চিম ভবানীপুরে। তার বাবার নাম মরহুম হামিজ উদ্দিন সেখ। তিনি রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এসএসসিতে মানবিক বিভাগে দ্বিতীয় ও ১৯৭৮ সালে এইচএসসিতে রাজবাড়ী কলেজ থেকে মানবিক বিভাগে প্রথম হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলবি (অনার্স) এবং এলএলএম করেন। ব্যক্তিগত জীবনে স্ত্রীসহ তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক।
মীর সামসুজ্জামান/এনএ