ট্রাফিক আইন মেনে চলার আহ্বানে মোটরসাইকেলে সারাদেশ ভ্রমণে ৪ যুবক

যানবাহন চাকলদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ও মোটরসাইকেল চালকদের ফুলফেস হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে মোটরসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণের উদ্যোগ নিয়েছেন চার যুবক। সোমবার (০৭ ফেব্রুয়ারি) ভ্রমণের পঞ্চম দিনে ১৩তম জেলা হিসেবে ভোলায় পৌঁছান তারা। বেলা ১১টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাদের পরবর্তী যাত্রা শুরু করেন।
এ সময় তারা ভোলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন গাড়ির চালকদের মাঝে ট্রাফিক আইন মেনে চলতে সচেতনতামূলক স্টিকার বিতরণ করেন। এছাড়াও ফুলফেস হেলমেট ব্যবহারে মোটরসাইকেল চালকদের উদ্বুদ্ধ করেন।
এই চার যুবক হলেন- ঢাকার রবিন মাহমুদ সুহাত ও শাহান আলম, কুমিল্লার সালাউদ্দিন জাকারিয়া এবং গাইবান্ধার প্রিন্স হাবিব।

তারা জানান, গত ২ ফেব্রুয়ারি রাতে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকা থেকে ‘রাইড ফর রোড সেফটি অ্যাওয়ারনেস’ স্লোগান নিয়ে ৬৪ জেলা ভ্রমণের জন্য রওনা দেন তারা। তাদের মূল লক্ষ্য হলো রাস্তা চলাচলে মানুষকে সচেতন করা।
তারা আরও জানান, ঢাকা জেলা থেকে রাইড শুরু করে গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, লক্ষীপুর হয়ে তারা ভোলা জেলায় পৌঁছেছেন। এখান থেকে বরিশাল বিভাগে সচেতনতা কার্যক্রম চালানো হবে। এরই ধারাবাহিকতায় দেশের বাকি জেলাগুলোতে যাওয়ার চেষ্টায় রয়েছেন তারা।
টিম লিডার রবিন মাহমুদ সুহাত বলেন, দেশের ৬৪ জেলা ভ্রমণের পাশাপাশি মোটরসাইক্লিস্ট ও অন্যান্য যারা বেপরোয়া গতিতে যানবাহন চালান তাদের সচেতন করছি। মোটরসাইকেল চালকদের সেফটি নিয়ে রাইড করা ও ফুলফেস হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ প্রাণহানি ঘটে তা রোধ করতে আমাদের সবার এগিয়ে আসা উচিৎ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ সচেতন মহল এগিয়ে আসলে দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনা সম্ভব।
ইমতিয়াজুর রহমান/আরএআর