দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় নুর নবী শিবলু (৪০) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে দেশটির পোমালাঙ্গা প্রভিন্সের নিজ দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শিবলু নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল কাদের মিয়ার ছোট ছেলে।
পোমালাঙ্গা প্রভিন্সে বসবাসকারী বাংলাদেশি নাগরিক রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, প্রতিদিনের মতো রাতে নিজের দোকান বন্ধ করে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন শিবলু। কিছুক্ষণ পর কয়েকজন দোকানের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে শিবলুকে গুলি করে হত্যা করে দোকান থেকে নগদ অর্থ এবং মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় তারা।
শরীফপুর ইউনিয়নের বাসিন্দা মো. রাসেল ঢাকা পোস্টকে বলেন, শিবলুর মৃত্যুর খবর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সবাই কান্নায় ভেঙে পড়েন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হাসিব আল আমিন/আরআই