সাগর-রুনি হত্যার বিচার না হওয়া সরকারের ব্যর্থতা : কৃষিমন্ত্রী

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হওয়ার ১০ বছর পেরিয়ে গেলেও তদন্ত শেষ করতে পারেনি র্যাব। এই হত্যা মামলার বিচার কাজ শেষ না হওয়া সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমরাও এজন্য দুঃখিত। বিচারটি খুব দ্রুত শেষ করা উচিত। হত্যা মামলার চার্জশীট দিয়ে সংশ্লিষ্টরা বিচার প্রক্রিয়া শেষ করবে বলে আশা করছি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা ও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আইন বিভাগ, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগে যারা দায়িত্বে রয়েছেন তাদের দায়িত্ব থাকবে সাগর রুনি হত্যা মামলার বিচার কাজ দ্রুত শেষ করা।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, ৫০ বছরেও কোনো সরকার কোনো আইন করেনি। আইন ছাড়াই নির্বাচনগুলো হয়েছে। তবে গত দুটি নির্বাচনে কমিশনার গঠনে সরকার একটা নতুন পদক্ষেপ নিয়েছিল। নিরপেক্ষ সার্চ কমিটি করা হবে। সার্চ কমিটি ১০ জন বিশিষ্ট ব্যক্তি, যারা প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার হওয়ার ক্ষমতা অর্জন করেছে, তাদের নাম সামনে নিয়ে আসবে।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি, সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি।
আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।
অভিজিৎ ঘোষ/এমএইচএস