ভোল পাল্টে তারা অন্য জেলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে বদিউজ্জামান (৫০) নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা দুজন নিহত বদিউজ্জামানের ভাতিজা।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বোয়ালী গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শেখালিপুর গ্রামের আইনুদ্দিনের ছেলে বদিউজ্জামানকে হত্যার পর আসামিরা পলাতক ছিলেন। পরিচয় গোপন করে ছদ্মবেশে তারা টাঙ্গাইলের মধুপুরে রাজমিস্ত্রির কাজ করছিলেন। অভিযান চালিয়ে শুক্রবার রাতে র্যাব তাদের গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন চরশেখালীপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে মো. বাবু (৩০) এবং মোখলেছুর রহমানের ছেলে জাইদুল ইসলাম (৩২)।
র্যাব জানায়, দীর্ঘদিন থেকে নিহত বদিউজ্জামানের সঙ্গে তার চাচাতো ভাই মজিবুর রহমান ও মোখলেছুর রহমানের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪ ডিসেম্বর সকাল ৮টার দিকে বদিউজ্জামান রাবনপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় মজিবুর রহমান ও মোখলেছুর রহমানসহ ৭ থেকে ৮ জন মিলে তার পথরোধ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে বদিউজ্জামানের মাথায় কোপ মেরে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান বদিউজ্জামান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া আসামিরা হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব। অন্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মো. জাহাঙ্গীর আলম/এনএ/জেএস