কৃষকের ছদ্মবেশে ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ধরল পুলিশ

ফরিদপুরের সদরপুরে কৃষকের ছদ্মবেশে গিয়ে ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম মো. মিজানুর রহমান সরদার (৩৫)। তিনি উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জরীপের ডাঙ্গী গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে।
সদরপুর থানা সূত্রে জানা যায়, ২০১৯ সালে মিজানুর রহমান সরদারের বিরুদ্ধে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একটি অপহরণ মামলা করা হয়। ওই মামলার বাদী ফরিদপুরের কানাইপুর এলাকার মো. হাসান। হাসান তার বোনকে অপহরণের অভিযোগে ওই মামলাটি করেন।
মামলা দায়েরের পর থেকেই আসামি মিজানুর রহমান সরদার পলাতক থাকেন। এই মামলায় তার ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা হয়। পরে আদালত থেকে পুলিশ সুপার ফরিদপুর কার্যালয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। আদেশটি সদরপুর থানায় আসার পর থেকেই বিভিন্ন সময় আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে পুলিশ।
সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, আদালত থেকে আসামির বিরুদ্ধে পরোয়ানাপত্র পাওয়ার পর থেকেই তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হয়। এ জন্য পুলিশ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে তার ইউনিয়নে অবস্থান করে। পরে কৃষক বেশে আসামি ধরতে সক্ষম হন ওই থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব।
ওসি আরও বলেন, ১৪ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি মিজানুর রহমান সরদারকে গ্রেফতারের পর সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জহির হোসেন/আরএআর