জেমকন খুলনার বিজয়ে যশোরে আনন্দ মিছিল

বঙ্গবন্ধু টি-২০ কাপে চট্টগ্রামকে ৫ রানে হারিয়ে প্রথমবারের মতো কোনো শিরোপা ঘরে তোলায় জেমকন খুলনা দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যশোরে আনন্দ মিছিল করেছে যশোর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন। শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে যশোর শহরের দড়াটানা থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলে আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশ নেন। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চিত্রামোড়ে শেষ হয়।
এ সময় সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু, লেবুতলা ইউনিয়নের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, জেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি জবেদ আলী, শ্রম ও কল্যাণ সম্পাদক সেলিম রেজা পান্নু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, সদস্য শেখ জাহিদুর রহমান লাবু, সদস্য এস এম শহীদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লুৎফুল কবীর রিজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সাঈদ সরদার, এম এম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন, যবিপ্রবি ছাত্রলীগের হল সভাপতি বিপ্লব দে শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর