পোশাক শ্রমিকদের জন্য ৪০ পয়েন্টে বিক্রি হবে টিসিবি পণ্য

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ মার্চ ২০২২, ০৯:১৮ পিএম


পোশাক শ্রমিকদের জন্য ৪০ পয়েন্টে বিক্রি হবে টিসিবি পণ্য

পোশাক শ্রমিকদের বেতন ৪০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল আমারিতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, আপনারা খোঁজ নেন, দেখেন করোনার এ সময়ে গত ২ থেকে ৩ বছরে আমরা শ্রমিকদের কত টাকা বেতন বাড়িয়েছি। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির সময়ে শ্রমিকদের বেতন অনেক বাড়িয়েছি। নিয়ম অনুসারে বছরে ইনক্রিমেন্ট হয় কেবল ৫ শতাংশ। কিন্তু ৫ শতাংশ বেতন বাড়ানো হয়েছে এমন নয়, বরং ১০ থেকে ৪০ শতাংশ করেছি।

তিনি বলেন, কম দামে শ্রমিকরা যাতে টিসিবির পণ্য কিনতে পারেন, সে জন্য বাণিজ্যমন্ত্রীর কাছে আবেদন করেছি। মন্ত্রী জানিয়েছেন আমাদের শ্রমিকদের জন্য ৪০ পয়েন্টে টিসিবির গাড়ি দেওয়া হবে। পাশাপাশি টিসিবির ট্রাকে রাত ৮টা পর্যন্ত যাতে পণ্য বিক্রি করা হয় সে জন্য কথা বলেছি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পোশাক খাতে কোনো ধরনের প্রভাব পড়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাশিয়াতে এক বিলিয়ন ডলার পোশাক রফতানির টার্গেট ছিল। সেটার অর্জনের শঙ্কা রয়েছে। তবে সরকারের সহযোগিতায় আমরা অন্যান্য দেশে রফতানি করে তা পুষিয়ে নিতে পারি। 

এমআই/এসকেডি

Link copied