‘এমডি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন দিলীপ কুমার আগরওয়ালা

Dhaka Post Desk

ঢাকা পোস্ট ডেস্ক

০৩ এপ্রিল ২০২২, ০৩:১৭ পিএম


‘এমডি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ড পেলেন দিলীপ কুমার আগরওয়ালা

‘এমডি অব দি ইয়ার’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন দিলীপ কুমার আগরওয়ালা। বাংলাদেশে ক্রমাগত ও দ্রুত বর্ধনশীল জুয়েলারি ব্র্যান্ড এর কর্ণধার হিসেবে এই সম্মাননা তার হাতে তুলে দেওয়া হয়।

আন্তর্জাতিক রিটেইল জুয়েলার ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশের জুয়েলারি সেক্টরে অসামান্য অবদানের জন্য ও জুয়েলারি ব্রান্ড ইমেজ তৈরির জন্য দিলীপ কুমারকে এই সম্মাননা দেওয়া হয়।

গত ৩০ মার্চ দুবাইয়ের কনরাড সেন্টারে অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানে ভারত, সংযুক্ত আরব আমিরাত, মিশর, জর্দান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৫০টিরও বেশি প্রথম সারির জুয়েলারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে একমাত্র বাংলাদেশি হিসেবে এ সম্মাননা গ্রহণ করেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা।

সম্মাননা অনুষ্ঠানে রিটেইল জুয়েলার ম্যাগাজিনের পাশাপাশি সার্বিক সহযোগিতায় ছিলেন জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট কাউন্সিল অব ইন্ডিয়া, দুবাই জুয়েলারি গ্রুপ, পিজিআইসহ অন্যান্য প্রতিষ্ঠান।

জেডএস

Link copied